অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে যে যত বড় অবদানই রাখি না কেন, তাদেরকেও ভবিষ্যতে আওয়ামীলীগের পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঞ্জু বলেন, জুলাই কোন একক ব্যক্তির, একক রাজনৈতিক দলের ইশারায় সংগঠিত হয়নি, সংখ্যার বাহাদুরি দিয়ে গণঅভ্যুত্থান হয়না, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তার একটি প্রমাণ। শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক আবু সাঈদ সকল রাজনৈতিক দলের চেয়ে বড়।
এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সদস্যসচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মো. দিদারুল আলম (অব.), এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধা হারুনুর রশিদ চৌধুরী, সঞ্জিব চৌধুরী প্রমুখ।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

মন্তব্য করুন