উত্তরায় বিমান বিধ্বস্ত

দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ০০:০৭| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০০:১৬
অ- অ+

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ''দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। এ ছাড়া আরও ১০ জন ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে রয়েছেন এবং তাদের নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। অপরদিকে, পোস্ট-অপারেটিভ পর্যায়ের ১০ জন রয়েছেন ‘ইন্টারমিডিয়েট’ অবস্থায়। ইনস্টিটিউটের বিভিন্ন কেবিনে চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন।"

ডা. নাসির উদ্দীন আরও জানান, আজকে চিকিৎসাধীন অবস্থায় দুজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে একজন শরীয়তপুরের আইমান ও অপরজন গাজীপুরের মাকিন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সিভিল সার্জনদের সহযোগিতায় দাফনের প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকালে সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ইনস্টিটিউটে পৌঁছে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

আশার কথা জানিয়ে অধ্যাপক নাসির বলেন, 'যাদের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, তাদের মধ্যে দুজনের অবস্থার উন্নতি হয়েছে। এখন তারা নিজেরাই শ্বাস নিতে পারছেন। আগামীকাল শনিবার আমরা চার-পাঁচজন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে পারব বলে আশা করছি।'

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও বিমানের পাইলটসহ অন্তত ৩১ জন প্রাণ হারান এবং আহত হন ৫০ জনেরও বেশি।

এখন পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ। সর্বশেষ মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাকিনের, যিনি আজ দুপুর ১টা ৫ মিনিটে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
মাইলস্টোন ট্র্যাজেডি: বোরহানউদ্দিনে মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা