রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১৭:৪৪
অ- অ+

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫-এ, বছরের সবচেয়ে টেকসই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন পুরস্কার অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

রবির এই সম্মানজনক স্বীকৃতির পেছনে রয়েছে টেকসই উন্নয়নের প্রতি এর দৃঢ় অঙ্গীকার ও বাস্তব এবং পরিমাপযোগ্য নানা অগ্রগতি।

বর্তমানে রবির ১২.৪ শতাংশ নেটওয়ার্ক টাওয়ার সৌরশক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। যার সঙ্গে বছরে ১৩,৫৩৪ মেগাওয়াট ঘণ্টা (এমডব্লিউএচ) সৌর বিদ্যুৎ উৎপাদন সম্পৃক্ত। এর ফলে প্রতি বছর প্রায় ১,৫১৩ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমছে।

এছাড়াও রবি সার্কুলার ইকোনমির চর্চায় গুরুত্বপূর্ণ আরও কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে ১৫.৫ টন ই-বর্জ্য পুনর্ব্যবহার এবং সারা দেশে ১৪ হাজারের বেশি বৃক্ষরোপণ। এসব উদ্যোগ কার্বন নিঃসরণ কমাতে রবির বিজ্ঞানভিত্তিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনায় কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমানো এবং ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অবস্থায় পৌঁছানো।

এছাড়াও রবি দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে ১০টি কমিউনিটিভিত্তিক ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করেছে। এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ১৩ লাখ ভ্রমণকারীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাচ্ছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি মানসম্পন্ন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কর্মী ও কমিউনিটির উন্নয়নের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। এসব উদ্যোগ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীস্টের (এসডিজি ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কাজ করা দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এবারের আয়োজনে সহযোগিতা করেছে আকিজ বশির গ্রুপ, এসএমসি এন্টারপ্রাইজ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা