প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ০০:৩৭
অ- অ+

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স এবং ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর একটি যৌথ প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একীভূত, সমন্বিত ও বিশেষ শিক্ষাব্যবস্থা আরও কার্যকর ও যুগোপযোগী করতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধিদল প্রস্তাব করেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হোক, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার নিশ্চয়তায় কাজ করবে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ব্রেইল শাখা চালু এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের জন্য পরিচালিত শিক্ষা কার্যক্রমে সময়োপযোগী নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানানো হয়।

এছাড়া, প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার দাবি জানান প্রতিনিধিরা।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা, সহ-সভাপতি ইফতেখার মাহমুদ, বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব, সাইটসেভার্স এর অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর খন্দকার সোহেল রানা এবং ভিপস এর নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা