গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১৪:৪৬| আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৫:০৩
অ- অ+

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ঘটনার গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু এত পরিমাণ হবে তথ্য ছিল না।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

বর্তমানে সেখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে সেখানে যেন আর ধরনের ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দলটি যে অভিযোগ তুলেছে সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা বলেন, অনেকে অনেক কথা বলে। যার যার বক্তব্য সে দিবে।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহত হয় চারজন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা