জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১৮:২২| আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৮:২৪
অ- অ+

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর পান্থপথ বসুন্ধরা মার্কেটের সম্মুখ স্থানে "ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক প্রচার পত্র" বিতরণ এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনার, করোনা ও ডেংগু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর গৃহীত বিভিন্ন কর্মসূচির আয়োজক কমিটির আহবায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু,সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, লিফলেট বিতরন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম,আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার,ডা পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক ডা হারুন আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম, ফাউন্ডেশন এর ডিরেক্টর কৃষিবিদ শামিমুর রহমান শামিম, প্রকৌশলী জহির উল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, সাংবাদিক সাঈদ খান,মনিটর ডা.মো. মেহেদী হাসান, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী সুমায়েল মল্লিক, প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা জাহিদুল কবির, কো-অর্ডিনেটর ডা সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, অধ্যাপক ড. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহিন হাওলাদার,কৃষিবিদ ড. আকিকুল ইসলাম,সদস্য ডা. মো. সিরাজুল ইসলাম, শামিমা রহিম, ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংবাদিক মোরসালিন নোমানি, ডা. এম আর হাসান, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা লাবিদ রহমান, ডা. লিংকন, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মাহমুদুল হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. রেদোয়ান ফেরদৌস,ডা. নয়ন, এম- ট্যাব এর সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষার ও মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্স চত্ত্বরে ও এর সংলগ্ন এলাকায় পাঁচ হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে। পরবর্তীতে বৃষ্টি কমলে স্পে এবং মশারি বিতরণ করা হবে।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
১৯৬৬ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে?
অগ্নিদগ্ধ শিশুর আর্তনাদে বিবেকহীন জাতির নগ্ন প্রতিচ্ছবি
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা