মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন দিল ৩৪ বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সীমান্ত সুরক্ষা, মাদকবিরোধী সচেতনতা ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেয় বিজিবি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি বলেন, 'বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করছে। বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—এই ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।'
তিনি আরও বলেন, 'বিজিবি সীমান্তে মাদক পাচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নিয়মিতভাবে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।'
সভা শেষে মাইন বিস্ফোরণে আহত কয়েকজন গ্রামবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী এবং দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবির উপ-অধিনায়ক, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি এই উদ্যোগ ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসার সাড়া লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন