উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ৩১, যার মধ্যে ২৫ জনই শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১০:৪৩| আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫:২০
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৩১ জনের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহত অপর দুজনের মধ্যে একজন বিমানটির পাইলট এবং অপরজন মাইলস্টোন কলেজের একজন শিক্ষিকা।”

দুর্ঘটনায় আহতদের বিষয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “এই দুর্ঘটনায় আহত হয়ে এ পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের সম্পর্কে তিনি বলেন, “আমাদের ইউনিটে দুইজন রোগী ভেন্টিলেশনে আছেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের চিকিৎসা দিতে।”

তিনি জানান, “চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমাদের রয়েছে। প্লাজমা, ওষুধ, ড্রেসিং, আইসিইউসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।”

বিমান বিধ্বস্তের ঘটনায় অধিকাংশ শিশু নিহত হওয়ায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাইলস্টোন কলেজের সহপাঠী, শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষ শোকাভিভূত।

আজ সকালে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দেশবাসী এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর, ফেরা হলো না বাসায়
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোচালককে মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা