উত্তরায় বিমান বিধ্বস্ত: ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি ঘোষণা

রাজধানীর উত্তরার একটি বেসরকারি স্কুল ক্যাম্পাসের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলসহ সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৬তম বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল।
বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে।
এসব ভিডিওতে দেখা বিধ্বস্ত ভবনের পাশেই আগুন জ্বলছিল। সেই সঙ্গে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা গেছে।
দুর্ঘটনাস্থল তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহতদের দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় সোমবার বিকাল ৬ টায় পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

মন্তব্য করুন