মাইলস্টোন ট্র্যাজেডি: আহত শিশুদের চিকিৎসায় প্রয়োজনে সিঙ্গাপুর পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১১:৫৪
অ- অ+

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসায় প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

এম সাখাওয়াত হোসেন বলেন, মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে।

এমন জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্নে তোলেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বিমানের ব্লাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। এটি কী অবহেলা নাকি বিমানের ত্রুটি সে বিষয়ে জানা যাবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক। তাদের বেশির ভাগ শিক্ষার্থী।

মাইলস্টোন ট্র্যাজেডিতে আজ সারা দেশে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় এই স্কুলে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের বেশির ভাগই হতাহত হয়েছে।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার
বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সিএনজি ধর্মঘটে আখাউড়ায় যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
গোপন কসাইখানায় অভিযান: ৫০টি গাধা ও ১ হাজার কেজি মাংস জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা