টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ টস জয়ে খানিকটা স্বস্তি নিয়ে ম্যাচ শুরু করল টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজ জয় নিঃসন্দেহে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই মিরপুরে খেলতে নেমেছে পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ এই ম্যাচে মাঠে নেমেছে স্পিন-পেস ভারসাম্য রক্ষা করে। দুই স্পিনার শেখ মেহেদী ও রিশাদ হোসেন থাকায় মিডল ওভারে নিয়ন্ত্রণের আশা করা যাচ্ছে। পেস আক্রমণে আছেন ফর্মে থাকা তাসকিন, অভিজ্ঞ মুস্তাফিজ এবং উদীয়মান তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে)

মন্তব্য করুন