দলীয় অর্ধশতকের আগেই পাঁচ উইকেট নাই পাকিস্তানের

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। অধিনায়ক লিটন কুমার দাসের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিফলে যেতে দিলনা টাইগার বোলাররা।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ টস জিতে খানিকটা স্বস্তি নিয়ে ম্যাচ শুরু করে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দলীয় পঞ্চাশ রানের আগেই পাঁচ উইকেট হারিয়েছে পাকিস্তান।
৬ ওভারের পাওয়ার প্লেতে ৪১ রান তুলতেই ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর ৪৬ রানের মাথায় পঞ্চম উইকেট তুলে নেয় টাইগাররা।
প্রথম ওভারেই শেখ মেহেদী সুযোগ তৈরি করেছিলেন। চতুর্থ বলে স্লগ সুইপ খেলতে গেলে বল উঠে গিয়েছিল আকাশে। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ফেলে দেন তাসকিন আহমেদ। ৪ রানে জীবন পান ফখর।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভার করেন তাসকিনই। বল হাতে নিয়ে প্রথম ৪ বলেই দেন ৯ রান। তবে পঞ্চম বলেই উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ফ্লিক খেলে ফাইন লেগ বাউন্ডারিতে মোস্তাফিজুর রহমানের ক্যাচ হন চার বল খেলে ছয় রান করা সাইম আইয়ুব।
তৃতীয় ওভারে বল করতে আসা শেখ মেহেদীকে ছক্কা হাঁকাতে গিয়ে কাউ কর্নারে শামীম পাটোয়ারীর হাতে ক্যাচ হন মোহাম্মদ হারিস (৩ বলে ৪)। এতেই ৩২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।
পঞ্চম ওভারে সালমান আগা খেলতেই পারছিলেন না তানজিম হাসান সাকিবকে। টানা চার বল মিস করার পর চিকি শট খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটনের ক্যাচ হন পাকিস্তান অধিনায়ক। তিনি ৯ বলে করেন ৩ রান।
পরের ওভারে বল হাতে নিয়েই উইকেট উপহার দেন মোস্তাফিজুর রহমান। রানের খাতা খোলার আগেই হাসান নওয়াজ ফেরেন সাজঘরে।
এরপর দলীয় ৪৬ রানে মোহাম্মদ নেওয়াজকে রান অউট করেন লিটন দাস।
বাংলাদেশ এই ম্যাচে মাঠে নেমেছে স্পিন-পেস ভারসাম্য রক্ষা করে। দুই স্পিনার শেখ মেহেদী ও রিশাদ হোসেন থাকায় মিডল ওভারে নিয়ন্ত্রণের আশা করা যাচ্ছে। পেস আক্রমণে আছেন ফর্মে থাকা তাসকিন, অভিজ্ঞ মুস্তাফিজ এবং উদীয়মান তানজিম হাসান সাকিব।
(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে)

মন্তব্য করুন