মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরে তিনশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (২৭ জুলাই) ভোররাতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব সেনাবাহিনীর একটি দল উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামের সজল দাস (৪৫), সেন্টু মিয়া (৩০) ও মো. ফারুক মিয়া(৩১)।
মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার কেপ্টেন মো. ইমাম হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

মন্তব্য করুন