আন্ডারওয়াটার ফটোগ্রাফির চ্যাম্পিয়ন ভিভো ওয়াই৪০০ 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ২১:১৪
অ- অ+

ছবিতে অসাধারণ সব মুহূর্ত ধরে রাখতে যারা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চান, তাদের জন্যই দেশের বাজারে আসছে ভিভোর ওয়াই সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ওয়াই৪০০। আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য পারফেক্ট সঙ্গী হতে চলেছে ভিভো ওয়াই৪০০। বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং সমুদ্রের রঙিন জগৎ বা বৃষ্টিভেজা মুহূর্তকে ধারণ করতে যারা ভালোবাসেন, তাদের জন্যই বিশেষভাবে তৈরি ভিভো ওয়াই৪০০।

ফোনটির বিশেষত্বের মূল কারণ এর আইপি৬৯ রেটিং, যা আন্ডারওয়াটার ফটোগ্রাফিকে করে সহজ ও নিরাপদ। ধুলোবালি ও পানির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষিত থাকে ডিভাইসটি। দুই মিটার গভীর পরিষ্কার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকতে সক্ষম এই স্মার্টফোন নিশ্চিত করে একদম পরিপূর্ণ ওয়াটারপ্রুফিং অভিজ্ঞতা। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এটি এক অনন্য সঙ্গী।

এ কারণেই ভিভো ওয়াই৪০০ দিয়ে পানির নিচে ছবি তোলা যাবে সহজেই, সঙ্গে ভেজা হাতেও ফোনটি কাজ করবে সাবলীলভাবে। তাছাড়া, ফোনটি নিজেই আর্দ্রতার মাত্রা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তাই সমুদ্রসৈকত, সুইমিংপুল বা বৃষ্টিভেজা মুহূর্তেও স্মার্টফোন ফটোগ্রাফি এখন হবে আরও সহজ।

শুধু ফিচারেই নয়, ডিজাইনেও ওয়াই৪০০ গড়ে তুলেছে আলাদা স্টাইল স্টেটমেন্ট। মাত্র ৭ দশমিক ৯ মিমি পুরু এই স্মার্টফোনটির মিনিমালিস্টিক ইউনিবডি ফ্রেম এবং দুটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট— একটি হলো সূক্ষ্ম রেশমির ছোঁয়ায় ডাইনামিক গ্রীন, আর অন্যটি প্রাকৃতিক আলোয় আলোকিত পার্ল হোয়াইট। ফোনটির স্লিক ডিজাইন ও স্টাইলিশ নিশ্চিত করে একটি স্মার্ট ও প্রিমিয়াম লুক।

যারা ক্যামেরায় খুঁজে পান এক্সপ্লোরেশনের আনন্দ, তাদের জন্যই উপযোগী ডিভাইস হতে যাচ্ছে ভিভো ওয়াই৪০০। আন্ডারওয়াটার ফটোগ্রাফি আধুনিক যুগের ফটোগ্রাফির নতুন দিক, যেখানে আমরা পানির নিচের সুন্দর জগৎ ধরে রাখতে পারি আমাদের স্মৃতিগুলো। ভিভো ওয়াই৪০০ এনে দিচ্ছে সেই নতুন দিগন্ত উন্মোচনের এক অসাধারণ সুযোগ।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা