উত্তরা ঘনবসতি এলাকায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি: আব্দুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১৬:৩২
অ- অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরা মাইলস্টোন স্কুলসহ ঘনবসতি এলাকা। ওই জায়গায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি। মধুপুরের মতো ফাঁকা জায়গায় বিমান বাহিনী মহড়া করতে পারে। বিমান বাহিনীর উচিত পুরাতন বিমানের যন্ত্রপাতি ঠিক মত মেরামত করা। যাতে করে আর এ রকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।

রবিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের নগর ভাদগ্রাম এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তানভীর আহাম্মেদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ আমরা উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করছি। আজকে তানভীরের বাড়িতে এসেছি তার পরিবারকে সমবেদনা জানাতে। আমরা বিএনপি সব সময় নিহত ও আহতদের পরিবারের সাথে আছি।

এসময় তানভীরের বাবা রুবেল মিয়া, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার সরকারি কলেজ ও ২১ স্থাপনার নাম পরিবর্তন
আবু সঈদ হত্যা: অভিযোগ গঠন বিষয়ে আসামিপক্ষের পরবর্তী শুনানি কাল বুধবার
কুমিল্লায় টিপু হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
মেঘনা ব্যাংকের চট্রগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা