হবিগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নিজের ঘর থেকে আলম বেগম (৩০) নামে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আলম বেগম ওই গ্রামের সিতু মিয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর থেকে নিহতের দেবর কদর আলী পলাতক।
স্থানীয়রা জানায়, আলম বেগমের স্বামী সিতু মিয়া স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছি। বিকালে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে যান। তার ছেলে বাবার কাছে সবজি আনতে যান। এ সময় ঘরে আলম বেগম একা অবস্থান করছিলেন। ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার জন্য এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে ঘটনার জন্য দায়ী করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি সে জন্য হয়তো হত্যা হতে পারে।
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন জানান, ‘দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছে। তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

মন্তব্য করুন