ফরিদপুরে বাসচাপায় নারীর মৃত্যু

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ২২:০৭
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় রনি বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) বিকালে ফরিদপুর-মুকসুদপুর সড়কের উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের গণকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি বেগম ওই এলাকার আবু শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের গণকবর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন রনি বেগম। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী জেইন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় নারী নিহতের খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিকে তাড়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায়। পরে বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন
মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক
টাঙ্গাইলে জুলাই সমাবেশে যা বললেন জোনায়েদ সাকি
'সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি করলে সোজা পুলিশে দিন— এনসিপি নেতা সারজিস আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা