মির্জাপুরে টনসিল অস্ত্রোপচারে শিশু মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

টাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক এ্যান্ড ডায়গোনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যনেসথেশিয়া জুনিয়র কনসালটেন ডা. মোহাম্মদ আলী। কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালটেন সার্জারী ডা. রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ সাহা, মেডিকেল অফিসার ডা. মো. বাবুল আক্তার (রোগ নিয়ন্ত্রণ) ও স্যানিটারী ইন্সপেক্টর ইসরাত জাহান।
গত শুক্রবার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে তাশরিফা আক্তার (৯) টনসিল অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করেন। দুপুরে অপারেশন করা হয়। অপারেশনের প্রায় দুই ঘণ্টার মধ্যে ওই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে শিশুটির স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে গোপন সমঝোতার মাধ্যমে পরিবারের সদস্যরা শিশুটির লাশ ওইদিন রাতেই নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি আমাদের নজরে আসে। ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।(ঢাকা টাইমস/২৭জুলাই/এসএ)

মন্তব্য করুন