পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ২১:২৫| আপডেট : ২০ জুলাই ২০২৫, ২১:৩৭
অ- অ+

ঘরের মাঠে টাইগারদের দুর্দান্ত বোলিং ব্যাটিংয়ের পাত্তা পেলনা সফরকারী পাকিস্তান দল। মিরপুর শেরে বাংলায় পাকিস্তানকে ৭ উইকেট আর ২৭ বল হাতে রেখে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বোলিংয়ে নতুন রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এই পারফরম্যান্স আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৪ ওভারে সবচেয়ে কম রান দিয়ে বোলিংয়ের নতুন রেকর্ড।

তাসকিন আহমেদ ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। শুরুতেই সাইম আইয়ুবকে ফিরিয়ে পথ দেখান, এরপর একে একে সাজঘরে ফেরান মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নওয়াজদের।

মেহেদী হাসান ও তানজিদ হাসান একটি করে উইকেট পেয়েছেন।

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ রানেই ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম (১) ও লিটন দাস (১)। এরপর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। দুজন গড়েন ৭৩ রানের দারুণ জুটি। তাওহিদ হৃদয় ৩৭ বলে করেন ৩৬ রান। ইমন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত তিনি ৩৯ বলে অপরাজিত ছিলেন ৫৬ রানে।

এছাড়া ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনিক, তিনিই ১৬তম ওভারে সালমান মির্জাকে চার মেরে জয় নিশ্চিত করেন।

এটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ জয়। এর আগে ২০১৫ সালে সিরিজে, ২০১৬ এশিয়া কাপে ও ২০২৩ সালের হাংঝু এশিয়াডে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফাখার ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমা মির্জা ০, আবরার ০*; মেহেদি ৪-০-৩৭-১, তাসকিন ৩.৩-০-২২-৩, তানজিম ৪-০-২০-১, মুস্তাফিজ ৪-০-৬-২, শামীম ১-০-২-০, রিশাদ ৩-০-১৯-০)

বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (তানজিদ ১, পারভেজ ৫৬*, লিটন ১, হৃদয় ৩৬, জাকের ১৫*; সালমান ৩.৩-০-২৩-২, সাইম ২-০-১৬-২, ফাহিম ৩-০-২৯-০, আবরার ৪-০-২০-১, আব্বাস ২-০-১৬-১, নাওয়াজ ১-০-৮-০)

ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১–০–তে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: পারভেজ হোসেন ইমন।

(ঢাকাটাইমস/২০জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে বঞ্চিত করছে আইসিসি’
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
হেডিংলিতে রেকর্ড রান তাড়া করে ভারতকে হারালো ইংল্যান্ড
কলম্বোতে ব্যাটিংয়ে টাইগাররা, ফিরেছেন মিরাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা