ময়মনসিংহে ভারতীয় মদসহ যুবক আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১২:৪২
অ- অ+

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ২৩৬ বোতল মদসহ একটি শ্যালো মেশিন চালিত ট্রলি জব্দ করেছে পুলিশ। এসময় ট্রলিচালক মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দর্শা চকবাড়ী শ্রমীক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

আটককৃত জসিম উদ্দিন ধোবাউড়া উপজেলার কড়ইগড়া এলাকার মো. কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দর্শা চকবাড়ী এলাকায় মাদক চোরাচালানের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন খবরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় দর্শা চকবাড়ী শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে চেক পোস্ট করা কালে একটি ট্রলি গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করা হয়। এসময় ওই ট্রলি চালককে আটক করা হয়। সেই সাথে ট্রলি জব্দ করে থানায় নেওয়া হয়।

জানতে চাইলে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে ২৩৬ বোতলমদসহ একজনকে আটক করি। ট্রলি চালক নিজেই এর সাথে জড়িত। এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ চলছে । আরো যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে
অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয়: ডা. ইরান
কোটা সংস্কার আন্দোলনের তিন শীর্ষ নেতাকে ফের তুলে নেয় ডিবি, দেশজুড়ে গ্রেপ্তার ছাড়াল ৬ হাজার
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা