ব্রাহ্মণবাড়িয়া জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি. এম. রাশেদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সল উদ্দিন, আখাউড়া থানার সাব আখাউড়া থানার ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন ।
অনুষ্ঠানে জুলাই-আগষ্ট আন্দোলনে আহত আখাউড়ার শিমুলের বাবা সাইদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জাবির ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আন্দোলনে আখাউড়ার আহত ৫ জনের সুস্থতা কামনা করা হয়। বক্তারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদেরকে স্মরণ করেন।
আরও উপস্থিত ছিলেন আখাউড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতনিধি মোঃ রোবায়েদ, আসিফ নেওয়াজ, আমান উল্লাহ সামির, ফারহান সাকিব, তাহসিন তৌহা, সাইফুল ইসলাম অন্তর, সৈকত চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান ইউএনও জি.এম রাশেদুল ইসলাম। শপথপত্রে নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে গ্রামের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার করা হয়। অন্যায়, দূর্নীতি ও বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্রের অপমান থেকে মুক্ত করবো আমাদের মাতৃভূমিকে।
(ঢাকাটাইমস/২৬জুলাই/এলকে)

মন্তব্য করুন