ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয় বিষয়ক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের ওয়াক্ফ এস্টেটসমূহের দীর্ঘস্থায়ী সংকট নিরসণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় এবং সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটসূমহ ধর্মীয় ও সামাজিক আমানত, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় ধর্ম উপদেষ্টা খাত সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
তিনি বলেন, ওয়াক্ফ এস্টেটসমূহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করলেও নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।এ সময় মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, অবিলম্বে ওয়াক্ফ সম্পত্তিকে খাস খতিয়ান থেকে আলাদা করা, সারাদেশ থেকে ঢাকায় আগত মোতাওয়াল্লীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ওয়াক্ফ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান।
সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। তিনি এস্টেটসমূহের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে ১৪ দফা দাবি পেশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ওয়াক্ফ প্রতিষ্ঠানের মোতাওয়াল্লীগণ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
আরও উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার।
(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

মন্তব্য করুন