মাইলস্টোন দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই জনকে ছাড়পত্র, চারজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৭:০৮| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:৩৫
অ- অ+

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সিবিআর ক্যাটাগরিতে রয়েছে ৯ জন এবং বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন।’

তবে আশার কথা হলো, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দগ্ধ দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন।

পরিচালক আরও জানান, চিকিৎসাধীনদের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপরই ওই ভবনের নিচতলায় আগুন ধরে যায়। সেসময় ক্লাস চলাকালে ভবনের ভেতরে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অবস্থান করছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা