কুমিল্লায় সোয়া কোটি টাকার ভারতীয় বাজি ও চিংড়ি রেণু জব্দ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৮:৪৬
অ- অ+
ফাইল ছবি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সোয়া কোটি টাকা মূল্যের ভারত থেকে চোরাই পথে আনা বাজি চিংড়ি রেণু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আজ শনিবার (২৬ জুলাই) চৌদ্দগ্রামের শিবের বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়। আজ দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির টহলদল শিবের বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি এবং চিংড়ি মাছের রেণু জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে লাখ ২০ হাজার ৪০০টি বিভিন্ন ধরনের ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণু। এসব পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, আটক মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

১০ বিজিবির সিও লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা