সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা : কাজী মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৬:৫৮
অ- অ+

জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনূর রশিদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছেন রাজনৈতিক দল বলতে তিনি কি বুঝেন?

শনিবার এক বিবৃতিতে কাজী মামুন বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রধান তিনটি দল, যাদের জনভিত্তি আছে। এসকল দল জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের প্রতিটি প্রান্তরে এদের রয়েছে সুসংগঠিত রাজনৈতিক কর্মী বাহিনী, রয়েছে গৌরবময় রাজনৈতিক কর্মকান্ড। স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়নে এই তিনটি দলের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের রাজনৈতিক সকল মেরুকরণে এই তিনটি দল সর্বাপেক্ষা গুরুত্ব বহন করে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কাউকে বাদ দিয়ে কোন ধরনের সংলাপ কিংবা দেশ গঠন, কোন কিছুই সম্ভব নয়।

কাজী মামুন বিবৃতিতে আরো বলেন, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পরবর্তী রাজনৈতিক দল বিবেচনায় জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি সহ অন্যান্য দলগুলো রয়েছে পর্যায়ক্রমে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পর থেকে সংলাপের নামে যে সকল দলসমূহের সাথে বৈঠক করছেন তাদের অধিকাংশ দলের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, অনেকে নবাগত। জনভিত্তিহীন দলসমূহের সাথে এধরনের সংলাপ সময়ক্ষেপন ছাড়া আর কিছুই নয়। তাই দেশবাসী মনে করে সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা। ফলশ্রুতিতে এদের সাথে সংলাপ বাংলাদেশের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত করছে। এ ধরনের সংলাপ জাতিকে কয়েকভাবে বিভক্ত করে তুলেছে। যার ফলে দেশ৷ আজ গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে।

জাপা মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল দায়িত্ব গ্রহণের পর সকল রাজনৈতিক দলকে একত্রিত করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা। কিন্তু তা না করে তারা সংলাপ ও সংস্কারের নামে সময়ক্ষেপণ করেছে। যা দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার্থে দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় অনতিবিলম্বে নির্বাচনকালীন সরকার গঠন করে সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত করা।

(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
৭০ শতাংশ লিভার ক্যানসারের কারণ হেপাটাইটিস বি, বাংলাদেশে আক্রান্ত এক কোটি মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা