চুয়াডাঙ্গায় ভারতীয় রুপাসহ দুই চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ২১:৩৯
অ- অ+

চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক করা হয়েছে দুই চোরাকারবারিকে।

শনিবার দুপুরে দর্শনার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে ওই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের ভিতর থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের দানাদার রুপা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রুপা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার
বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সিএনজি ধর্মঘটে আখাউড়ায় যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
গোপন কসাইখানায় অভিযান: ৫০টি গাধা ও ১ হাজার কেজি মাংস জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা