ভুল ট্রেনে টাঙ্গাইলে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৮:৩৬
অ- অ+

ঢাকা থেকে ভুল ট্রেনে উঠে টাঙ্গাইলে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন একজন নারী। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সকালে তাদের আটক করে পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল নুপুর। তাদের মধ্যে নুপুর সিএনজিচালিত অটোরিকশা চালক।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা ওই নারী গৃহকর্মীর কাজ করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনের বদলে ভুলে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। গাড়ি টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল এই ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি এই স্টেশনে নেমে পড়েন।

স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার ট্রেনের খোঁজ নেন তিনি। পুলিশ তাকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়।

এ সময় ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন এলাকায় কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয় নারীকে।

আজ শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানালে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় কিনজনের বিরুদ্ধে মামলা করেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়। পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন ধর্ষণের কথা স্বীকার করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর, ফেরা হলো না বাসায়
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোচালককে মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা