আ.লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব: শামীম সাঈদী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ২২:৩৪
অ- অ+

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী বলেছেন, আপনারা যদি মনে করেন বিএনপি ও জামায়েতে ইসলামীর এদেশে অস্তিত্ব নেই তাহলে আপনারা ভুল করবেন। আওয়ামী লীগ ভারতের দালাল দল হিসেবে পরিচিতি পেয়েছিল। তাই তাকে ভারতেই আশ্রয় নিতে হয়েছে। তারা যেন পুনরায় এদেশে আসতে না পারে সেজন্য আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকব।

শনিবার (২৬ জুলাই) দুপুরে পিরোজপুরের নেছারাবাদে তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতাদর্শের কোনো নেতাকর্মীদের নামে কোনো ধরনের দুর্নীতি নেই। কাউকে অন্যায়ভাবে হয়রানি করে হামলা ও মামলা বাণিজ্য করেছে এ ধরনের কোনো প্রমাণ দেখাতে পারবেন না। জামায়াতে ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

তিনি বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কত অপপ্রচার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে আল্লাহ তাদের বিচার এই মাটিতেই করবে।

তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের আপামর জনগণ ইসলামে বিশ্বাসী। যেখানে নেছারাবাদে সর্বোচ্চ ভোটব্যাঙ্ক নামে পরিচিত। আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব।

নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের মো. অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ
যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ 
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা