নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে তিনি ব্যাটালিয়ন কার্যালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম এবং ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাটালিয়নের অভ্যন্তরে একটি বৃক্ষরোপণ করেন। এছাড়াও তিনি দায়িত্বে নিয়োজিত অফিসার, জুনিয়র অফিসার ও অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্তব্য করুন