র্যাবের অভিযান
ভাঙ্গায় টোল প্লাজায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যমানের সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কামাল খান (৪৬) এবং তার স্ত্রী তাসলিমা বেগম (৩৬)। তারা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাসিন্দা।
শনিবার রাতে ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার বিকালে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানাধীন টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৩৬০১ নাম্বারের বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে বাস থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং মো. কামাল খান ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট সাতটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২৬জুলাই/এলএম/এসএ)

মন্তব্য করুন