খাগড়াছড়ির

পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১৫:৪৭
অ- অ+

খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাতাধীন (ইউপিডিএফ) সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার বাবুছড়ায় ইউনিয়নের নারাইছড়ির জোড়া সিন্ধু কার্বারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া গোলাগুলি ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, `আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০ থেকে ৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দল। ওই সময় গোলাগুলি ও নিহতের ঘটনা ঘটে।'

তবে, ইউপিডিএফ বলছে, গোলাগুলির বিষয়টি তাদের জানা নেই। এক বিবৃতিতে সংগঠনটি থেকে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল। এ দলে ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা