সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১১:২৭
অ- অ+

সাভারের জিরানি বাজার গোয়ালবাড়ি এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তারা হলেন, মিন্টু (৩৫) ও স্ত্রী ববিতা (৩০)।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে দেওয়া হয়েছে।

দগ্ধ ববিতার ভাই প্রেমানন্দ বলেন, আমার বোন দুলাভাই একটি গার্মেন্টসে চাকরি করেন। গতকাল রাত ৯টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দুজন দগ্ধ হয়। উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়।

তিনি বলেন, আমার দুলাভাইয়ের বাড়ি কুড়িগ্রামে। বর্তমানে সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকায় থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকা থেকে স্বামী-স্ত্রী দুজন দগ্ধ হয়ে এখানে এসেছেন। মিন্টুর শরীরে ৬০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী ববিতা ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রকল্প কাজের কারণে ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যে তিন জেলা
থাইল্যান্ড-কম্বোডিয়ার শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মতি, মধ্যস্থতায় মালয়েশিয়া
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ঐকমত্য না হওয়ায় জুলাই সনদ আটকে আছে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা