মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ২২:৩৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে ‘মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসরিফা আক্তার (৯) দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।

এদিকে অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছেন।

মৃত শিশুর বাবা পারভেজ মিয়া জানান, তিনি ঢাকার রপ্তানি এলাকার একটি কারখানায মেকানিক পদে চাকরি করেন। শুক্রবার সকালে স্ত্রী পলি আক্তারকে সঙ্গে নিয়ে মেয়ে তাসরিফার টনসিলের চিকিৎসা করাতে মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন। ক্লিনিকের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে টনসিলের অস্ত্রোপচারের জন্য ভর্তি করেন। দুপুর পৌনে ২টার দিকে তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। নাক কান গলার চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাহ তাসরিফার অস্ত্রোপচার করেন। সোয়া ২টার দিকে অস্ত্রোপচার শেষে তাকে অচেতন অবস্থায় শয্যায় নেওয়া হয়।

এসময় চিকিৎসক জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। এর কিছুক্ষণ পর তাসরিফার হাত-পা ছটফট করতে করতে থাকে। পারভেজ নার্স-চিকিৎসকদের ডাকতে থাকেন। একজন নার্স এসে বলেন টনসিল অপারেশনের রোগী হাত পা ছটফট করে থাকে। এর কিছুক্ষণ পর তাসরিফার অবস্থা আরও খারাপ হয়ে নিথর হয়ে পড়ে। পরে চিকিৎসক এসে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠান।

কুমুদিনী হাসপাতালে চিকিৎসক জানান, শিশুটির মৃত্যু হয়েছে। পরে মৃত শিশু নিয়ে ক্লিনিকে এসে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে পারভেজ মিয়া ও পলি বেগম চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাল-নার্সসহ মালিকপক্ষ সেখান থেকে সটকে পড়েন।

পারভেজ মিয়া অভিযোগ করে বলেন, ওরা আমার মেয়েকে জবাই করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। তাসরিফার মা পলি বেগম বলেন, আমার মেয়ের অন্য কোন সমস্যা ছিল না। তরতাজা মেয়েকে ওরা জবাই করে মেরে ফেলেছে বলে বিলাপ করতে থাকেন।

ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগের বিষয়ে চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লাহ মুঠোফোনে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। এনেস্থিসিয়া ভুলের কারণে রোগীর মৃত্যু হতে পারে।

তবে এনেস্থিসিয়া ডা. সাইফ আব্দুল্লাহ বলেন, এনেস্থিসিয়ায় ভুল হলে রোগীর জ্ঞান ফিরবে না। কিন্ত অপারেশনের পর রোগীর জ্ঞান ফিরেছে এবং কথাও বলেছে।

এদিকে টনসিল অপারেশনে শিশুর মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা করেছেন অভিযোগ উঠেছে। শিশু মৃত্যুর অভিযোগের বিষয়ে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হলিমও শিশুর বাবার সঙ্গে তাদের আপসরফার চেষ্টা চলছে বলে জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
চাঁদপুর শহরে গ্যাস লাইনে লিকেজ, সরবরাহ বন্ধ
যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না : বাংলাদেশ ন্যাপ 
নির্বাচনে কমিশনে আয়ব্যয় বিবরণী জমা দিয়েছে গণঅধিকার পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা