মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে মিলেছে অগ্নিদগ্ধ ৫ মরদেহের পরিচয়, জানুন তাদের নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৭:০৮| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৭:৫৮
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচজনের মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এরা হলো, ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি, মারিয়াম উম্মে আফিয়া

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবের বিশ্লেষণে পাঁচজন অগ্নিদগ্ধ মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে।

এর আগে বুধবার সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানিয়েছিলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা পাঁচটি মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়। এর বিপরীতে ১১ জন স্বজন সিআইডিতে এসে ডিএনএ নমুনা দিয়েছেন। এদের মধ্যে এক পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।

এদিকে, নিখোঁজদের পরিচয় শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানানো হয়। বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

(ঢাকাটাইমস/২৪ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা