রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ৪৯ আরোহীর সকলেরই মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৪:০১| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:১৩
অ- অ+

রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া একটি আন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘রোসাভিয়াতসিয়া’র একটি এমআই-৮ হেলিকপ্টার বহু ঘণ্টার অনুসন্ধান শেষে বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ (বিমানের মূল কাঠামো) শনাক্ত করে।

বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ। অর্থাৎ বিমানে মোট ৪৯ জন আরোহী ছিলেন।

বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। জানা গেছে, এটি সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত একটি ফ্লাইট ছিল, যা চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল।

বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযানে বিমান, হেলিকপ্টার এবং মাটিতে অভিযান চালানো ইউনিটগুলো অংশ নেয়। শেষ পর্যন্ত হেলিকপ্টারের ক্রুরা দুর্ঘটনাস্থলে আগুনে ঝলসে যাওয়া বিমানের অংশ দেখতে পান।

উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো কোনো আরোহীর জীবিত থাকার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সূত্র: এএফপি।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার
বগুড়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
সিএনজি ধর্মঘটে আখাউড়ায় যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
গোপন কসাইখানায় অভিযান: ৫০টি গাধা ও ১ হাজার কেজি মাংস জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা