শুক্রবার গাজায় আরও ৮৯ নিহত, মোট মৃত্যু দাঁড়াল ৫৯ হাজার ৬৭৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬৭ জন। এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৭৬ জন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মাঝে ১৯ জানুয়ারি থেকে দুই মাস বিরতি দিয়ে এরপর টানা হামলা করে যাচ্ছে দখলদার ইসরায়েল। এখন ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষকেও হত্যা করছে তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, শুক্রবারের ইসরায়েলি হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি।
প্রথম দফায় টানা ১৫ মাসেরও বেশি সময় অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্য দেশগুলোর চাপে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।
কিন্তু দুই মাস না যেতেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩১ হাজার ৯৩৪ জন ফিলিস্তিনি।
(ঢাকাটাইমস/২৬জুলাই/মোআ)

মন্তব্য করুন