টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের দুই শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১২:৩০| আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:৫৬
অ- অ+

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর জানাজা টাঙ্গাইলে নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদরাসায় তানভীর আহমেদের (১৪) এবং সখীপুর উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমাইরার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শে‌ষে তাদের স্থানীয় ও পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হ‌াজা‌রো মানুষ অংশ নেয়।

এর আগে সোমবার রাতে মরদেহগুলো অ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের নিজ নিজ বাড়িতে আনা হয়৷ নিহতের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, নিহতের বাবা-মা বিলাপ করে যাচ্ছেন। আশপাশের লোকজন এসে ভিড় করছেন।

নিহতরা হলো, মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেন থাকবে? আমরা এ ঘটনায় বিচারের দাবি করছি।

(ঢাকা টাইমস/২২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিইসি ও ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সব দলের ঐকমত্য
ঐকমত্যের বৈঠক থেকে তিন দলের ‘ওয়াকআউট
শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল, বিএফইউজে মহাসচিবের শোক প্রকাশ
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা