ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান চালনা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী, ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৯:০৭
অ- অ+

দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন

সোমবার (২১ জুলাই) বিকালে সরেজমিন পরিদর্শনে যায় রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি। সেখান থেকে উত্তরা আধুনিক হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম দেখতে যান তারা।

রুহুল কবির রিজভী বলেন, এ এলাকাটা ঘনবসতিপূর্ণ। এখানে প্রশিক্ষণ বিমান দিয়ে উড্ডয়ন শিখবে, এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। এটা বিস্তীর্ণ প্রান্তরে হতে পারে। যশোর, কক্সবাজারের মতো জায়গায় হতে পারে। সেখানে পাশে সমুদ্র আছে, বিস্তীর্ণ জায়গা আছে। কিন্তু এ ধরনের ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ নেবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নেভিগেশন বা টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই তার জানা নেই স্বীকার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কিন্তু সাদা চোখে যেটা মনে হয়েছে, চারদিকে এত বাড়িঘর, মানুষ থইথই করছে, এর মধ্যে একটা প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নিতে পারে না। এটা নিয়ে প্রশাসন, সরকারের গুরুদায়িত্ব আছে। দায়িত্বে অবহেলা করলে প্রতিনিয়ত মানুষের জীবন বিপন্ন হতে থাকবে।

দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা হতে পারে। কিন্তু বিমানবন্দরের পাশে কী ধরনের লোকালয় গড়ে উঠবে, তার পরিকল্পনা থাকা উচিত। আমার মনে হয়, যেসব লোকালয় গড়ে উঠেছে, তা পরিকল্পনার অংশ নয়। এত ঘনবসতি এই এলাকায় হতে পারে না। বলেন রিজভী।

তবে এই মুহূর্তে কাউকে দোষারোপ নয়, সবাই যদি সবার দায়িত্ব পালন করে তবে অকালে কারও মৃত্যু হয় না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। দলের নেতাকর্মীরা রক্তের জোগান দেওয়াসহ অন্যান্য সহযোগিতা করছে।

আহতরা যেন রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা পায়, সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। এ সময় বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বেশ কয়েকজন ছিলেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা