উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ০৬:৩২| আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৩৫
অ- অ+

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আজ ২২ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। জরুরি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ। তিনি জানান, উত্তরার মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবারের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উদ্ধারকারী দল কাজ করছে।

পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যাপারে পরবর্তী ঘোষণা জানতে শিক্ষা বোর্ডের নির্দেশনার প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
রাতের আঁধারে নয়, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে দিনের আলোতেই সব কিছু চাই: সিইসি
আ.লীগ গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা