মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ২০:৫৮
অ- অ+

বর্তমান সময়ের তরুণ নির্মাতা মাহদি আল মুজাহিদ৷ তার নির্দেশনার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, তাহসান, বেলাল খান সহ আরও অনেক। নির্মাণের পাশাপাশি রয়েছে তার নিজেস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও৷ যেখান থেকে নিয়োমিত নির্মিত হচ্ছে নাটক, মিউজিক ভিডিও। সেই ধারাবাহিকতায় এবার এই নির্মাতা নির্মাণ করেছেন নতুন একটি মিউজিক ভিডিও।

‘জানরে তুই আয়না’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহদি। যেখানে গানটিতে কন্ঠ দিয়েছেন তরুণ আরেক সংগীতশিল্পী এ কে অয়ন। গানটির সংগীত আয়োজনও করেছেন শিল্পী নিজেই।

নতুন এই মিউজিক ভিডিওটি নিয়ে নির্মাতা মাহদি আল মুজাহিদ বলেন, গানটি একটি বিরহের গল্পকে কেন্দ্র করে৷ আর তাই আমি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি সেই আবেসেই। আমরা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। যেখানে প্রকৃতির অনুরূপ সৌন্দর্য মেঘ, পাহড়, ঝর্ণা, সমুদ্রের মাঝে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশাকরি মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, আমারা টানা পাঁচদিন বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে দেখা গেছে বৃষ্টির কারণে আমরা ক্যামেরা ওপেনই করতে পারিনি। সারাদিনে সব মিলিয়ে ১০ মিনিটের বেশি শুট করতে পারিনি। যখন ঝর্ণায় শুট করতে গিয়েছি এখন যেখানের পানিতে আমাদের পুরো ক্যামেরা ভিজে যায় তবুও আমরা থামিনি কারণ আমরা চেয়েছি দর্শকদের সেরা ভিউটা দিতে।

সাংবাদিক পুত্র মাহদির এই শোবিজকে কেন্দ্র করেই যত স্বপ্ন। আর সেই লক্ষেই নিয়োমিত কাজ করে যাচ্ছেন এই নির্মাতা। বর্তমানে তিনি মাহতিম সাকিব, তানজিল মিজবাহ, তানজিদ সরওয়ার ও এ কে অয়নসহ গুনী শিল্পীদের নিয়ে নতুন মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা