গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ১৫:১৩| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৫:২৪
অ- অ+

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির পদযাত্রায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এনসিপি নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী একটি গাড়ির চালক বলেন, সমাবেশ শেষ করে বের হওয়ার সাথে সাথে আমাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী সংবাদমাধ্যমে বলেন, সারাদেশের আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। আমরা সমাবেশ শেষ করে বের হওয়ার সাথে সাথে তারা আমাদের ওপর হামলা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পাওয়ার অভিযোগও করেন তিনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা