মিরপুরে চুরি-ডাকাতি ও মাদকসহ ২০ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ২১:৫৩| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১:৫৫
অ- অ+

রাজধানীর মিরপুর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ মোট ২০টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম, মো. শাকিল।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুরের প্রশিকা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার সকালে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের প্রশিকার মোড় এলাকায় অভিযান চালিয়ে আমরা শাকিলকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রুপনগরসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে বেশিরভাগই চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ।

এডিসি জাকারিয়া জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মিরপুরকে অপরাধীদের জন্য দুঃস্বপ্নে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিষয়ে রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাম্মেল হক জানান, গতকাল রাতে এডিসি নিজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা