ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ২২:১৬
অ- অ+

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। বাংলাদেশে নির্বাচন হবেই। কোনো স্বরযন্ত্র করে তা আটকে রাখা যাবেনা। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নেব - এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শ্রীনগরের জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ছনবাড়ী আন্ডারপাস এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ প্রায় তিন হাজার নেতাকর্মী।

পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওয়াসিমসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা