গাজায় প্রতিদিন ২৮ শিশু নিহত, এ যেন দিনে একটি শ্রেণিকক্ষের সবাইকে হারানো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, ১০:০৫| আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০:৩০
অ- অ+

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে ইসরায়েলি বাহিনীর হাতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

এ যেন প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সব শিক্ষার্থীকে হারানো এবং তা চলছে টানা দুই বছর ধরে।বলেন ইউনিসেফের নির্বাহী পরিচালক। খবর মিডলইস্ট মনিটরের।

শিশুরা রাজনৈতিক পক্ষ নয়। তারা কোনো সংঘর্ষ শুরু করে না, আবার থামাতেও পারে না। এ কথা উল্লেখ করে ক্যাথরিন রাসেল বলেন, কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব তাদের পাশে নেই।

গাজার স্বাস্থ্য পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, গাজার ৩৬ হাসপাতালের মধ্যে মাত্র ১৭টি এবং ১৭০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মাত্র ৬৩টি আংশিকভাবে চালু আছে। সেখানে প্রতিদিন বহু হতাহত মানুষ আসছে।

ফ্লেচার জানান, এসব হাসপাতালেও অর্ধেক চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে।

জুন মাসে শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে জানিয়ে ফ্লেচার আরও বলেন, মারাত্মক অপুষ্টিতে ভুগছে পাঁচ হাজার ৮০০-এর বেশি শিশু।

খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিশু ও নারীরা নিহত হচ্ছেন ইসরায়েলি হামলায়। আন্ডার সেক্রেটারি বলেন, তারা অপেক্ষা করছিল এমন কিছু খাবারের জন্য, যা তাদের বাঁচিয়ে রাখতে পারত।

এদিকে বার্তা সংস্থা আনাদোলুআল জাজিরা জানায়, ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। এ সময় আহত হন ৩২ জন।

উল্লেখিত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছাল।

(ঢাকাটাইমস/১৮জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক কারবারি আটক
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা