পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ০৯:৫৮| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৯
অ- অ+

মক্কার পবিত্র কাবার ঠিক ওপরে আশ্চর্যজনকভাবে সরাসরি অবস্থান করেছে সূর্য। এই মহাজাগতিক দৃশ্যের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা কোনো যান্ত্রিক যন্ত্র ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দুপুরের দিকে মক্কার আকাশে সূর্য কাবার ঠিক উপরে অবস্থান করে, যার ফলে আশপাশের সব ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, “এই সময়ে পৃথিবীর এমন যেকোনো জায়গা থেকে, যেখানে সূর্য দেখা যায়, সেখানে ছায়া দেখে কিবলার দিক চিহ্নিত করা সম্ভব হয়েছে। কারণ সূর্য তখন কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল।”

সংস্থাটি আরও জানায়, যখন সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং প্রায় ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত মক্কার অবস্থান অতিক্রম করে, তখন এই ঘটনা ঘটে। এই ঘটনাটি “সোলার জেনিথ” নামে পরিচিত এবং এটি প্রতিবছর মে মাসের শেষদিক ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দুইবার ঘটে থাকে। পৃথিবী ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণেই এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সৃষ্টি হয়।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, “এই বিরল ঘটনাটি জোহরের নামাজের সময় ঘটে এবং এর রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য। এটি মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী ও নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়াই কিবলার দিক নির্ধারণ করতে পারেন।”

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের জন্য এটি ছিল এক অনন্য সুযোগ, কিবলার সঠিক দিক নির্ধারণে প্রকৃতির এই মহামূল্যবান উপহার কাজে লাগানোর।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা