এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে সবসময় হাসিখুশি ও আত্মবিশ্বাসী রূপেই দেখা যায়—হোক সেটা সিনেমার পর্দায়, স্টেজ পারফরম্যান্সে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক আবেগঘন দৃশ্যে ধরা দিলেন তিনি।
রোববার (৬ জুলাই) মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় নোরা ফাতেহিকে দেখা যায় অশ্রুসিক্ত অবস্থায়। কালো প্যান্ট ও কালো জ্যাকেটে ঢেকে থাকা নোরা চোখে কালো সানগ্লাস ও হাতে একটি ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামেন। সানগ্লাস থাকলেও তার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু ক্যামেরায় ধরা পড়ে যায়।
তাকে দেখে অনেক ভক্ত ছবি তুলতে এলে, নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে দেয়। নোরার মুখের অভিব্যক্তি ছিল স্পষ্টতই ভারাক্রান্ত—যা দেখে বোঝা যায়, তার মন খুব খারাপ।
ঘটনার কিছুক্ষণ আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি লিখেছিলেন—"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। ইসলাম ধর্ম অনুযায়ী, কারও মৃত্যু হলে এ বাক্যটি বলা হয়। ফলে গুঞ্জন ছড়িয়েছে, হয়তো কাছের কোনো মানুষকে হারিয়ে কষ্টে আছেন এই বলিউড তারকা।
যদিও এ বিষয়ে নোরা বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ দেখা গেছে নোরাকে। সেখানে তিনি অভিনয় করেছেন ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে। এই সিরিজে আরও রয়েছেন ভূমি পেডনেকর, জিনাত আমান ও দিনো মোরিয়ার মতো তারকারা।
তবে এই কষ্টের মুহূর্তে কাজের সাফল্যও যেন তাকে সান্ত্বনা দিতে পারছে না। ভক্ত-অনুরাগীরা নোরার মানসিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করেছেন এবং অপেক্ষায় রয়েছেন বিস্তারিত জানার।
বিমানের টার্মিনালের দরজায় চোখ ভেজা এক নোরা ফাতেহি যেন বলিউডের ঝলমলে জগতের পেছনের ব্যক্তিগত যন্ত্রণার কথাই বলছে। আশা করি, খুব শিগগিরই সবকিছু পরিষ্কার হবে এবং নোরা আবারও হাসিমুখে ফিরবেন সবার সামনে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

মন্তব্য করুন