‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ২০:৪৪
অ- অ+

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের জন্য শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশনে (ইসি)। কিন্তু শাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি ইসি। এবার এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই ব্যাখ্যা দেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২২ জুন এ প্রতীক চায়। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। আমরা শাপলাকে বাদ দিইনি।

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে বর্তমানে মোট ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনার বলেন, এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য নির্ধারিত। বাকি প্রতীকগুলো থাকবে নতুন নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

গতকাল বুধবার অষ্টম কমিশন বৈঠকের প্রথম দিনে দলীয় প্রতীক হিসেবে শাপলা নির্বাচন বিধিমালায় তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ইসি। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনার বলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।

বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় দলীয়স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক পৃথক তফশিলে রয়েছে। সংশোধনীতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক একই তফশিলে রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১) অধীনে ১১৫টি প্রতীক থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

ইসির চূড়ান্ত তালিকায় যে ১১৫টি প্রতীক রয়েছে সেগুলো হলো : আপেল, আনারস, আম, আলমিরা, ইগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোয়াত-কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মোটরগাড়ি, মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালি আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।

ইসির তথ্যমতে, বর্তমানে নির্বাচন কমিশনে ৫১টি নিবন্ধিত দল রয়েছে। এই দলগুলোর জন্য ৫১টি প্রতীক সংরক্ষিত থাকবে। বাকি ৬৪টি প্রতীক নতুন নিবন্ধন পেতে যাওয়া দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হচ্ছে।

আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হয়ে স্থগিত থাকায় নৌকা প্রতীক তালিকায় বহাল রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা