কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ২১:০৮
অ- অ+

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। তবে, এবার এ বোর্ডে কেউই পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা একটি।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানটি হলো, নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর (সাবিত্রা) উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের এবার মাধ্যমিক পরীক্ষায় সব পরীক্ষার্থী ফেল করেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য দেন।

জানা যায়, নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিল ৩৪ জন। এর মধ্যে অংশ নেয় ৩২ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিকে ১৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়৷ কিন্তু এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

এই বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার বলেন, এবারের এসএসসি পরীক্ষা আমরা শতভাগ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করেছি। পরীক্ষা নিয়ে নাঙ্গলকোটের যে দুর্নাম ছিল তা থেকে আমরা বের হয়ে এসেছি। এতে করে নাঙ্গলকোটে এবারের পাসের হার বিগত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। যেসব প্রতিষ্ঠান তাদের লেখাপড়ার মান ঠিক রাখতে পারেনি তারা ফলাফল খারাপ করেছে। পড়ালেখার মানের কারণেই ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে। আমরা এ বিষয়ে খতিয়ে দেখবো।

(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা