রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সেনাবাহিনীর একটি টহল দল মোহনপুর এলাকায় দায়িত্ব পালন করছিল। ভোরে মডেল টাউন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাক ও টহল ভ্যান দুটোই সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। এতে ভ্যানে থাকা ৮ সেনাসদস্য আহত হন।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় পড়ে ৮ সেনাসদস্য আহত হয়েছেন।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন