দোহারে কোস্ট গার্ডের অভিযানে ৪১৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১১:৪১
অ- অ+

ঢাকার দোহারে বিশেষ অভিযানে প্রায় ৪ শত ১৩ কোটি টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার সদস্যরা যৌথভাবে দোহার থানার মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান।

অভিযানে ৬টি স্টোরহাউস থেকে প্রায় ১০ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪১৩ কোটি ৭ লাখ টাকা।

পরবর্তীতে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু: গুরুত্ব পাবে চোরাচালান, সীমান্ত হত্যা, নদী ব্যবস্থাপনা ইস্যু
পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম জানালেন কারা মহাপরিদর্শক
ডাকসুর আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম উদ্বোধন, প্রশাসনের সতর্কতা
শাহজালালে নারী যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা